কায়েদায়ে তাজবীদ

জেনারেল শিক্ষিত বোনদের জন্য সম্পূর্ণ কায়দা সহকারে তাজবিদ ক্লাস

সাথে নামাজের ছোট্ট সুরা ও হেফজ

আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা করাকে ফরজ করেছেন প্রত্যেক নর নারীর জন্য। তাই আপনি যদি এমনটি ভাবেন নিজে কোরআন শিখতে পারিনি তো কি হয়েছে বাচ্চাদের শিখিয়ে দেই এতে করে বোন আপনার উপর ফরজ রহিত হয়ে যায়না। আবার বয়স্ক বোনেরা বুড়ো বয়স, জিহবার জড়তা বিভিন্ন কারনে কোরআন শিক্ষা থেকে নিজের দূরে রেখেছে এতেও আপনার ফরজ রহিত হয়ে যাবেনা। আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত সহী শুদ্ধ করে কোরআন তিলোয়াত করতে হবে।

আপনি নামাজে তিলোয়াতে হয়তো অনেক লাহান জলী(বড় রকমের ভুল যা অর্থ পরিবর্তন দেয়) করে আসছেন কিন্ত আপনি তা জানেন না আর জানলেও সঠিকভাবে পড়ার ইচ্ছা নেই, তাহলে বোন আপনাকে বলছি নামাজা, রোজা, যাকাত যেমন ফরজ, যার জন্য আপনি ইহোকালে আপনাকে প্রশ্ন করা হবে ঠিক তেমনই সহী শুদ্ধভাবে কোরআন তিলোয়াত শিখেছিলেন কিনা তাও জিজ্ঞেস করা হবে। আপনি প্রস্তুত?

তাজওয়ীদ ব্যাচ-১

এই কোর্সটির মাধ্যমে আপনারা মোটোমোটি ব্যাসিক লেভেলের তাজওয়ীদ জেনে কোরআন তিলোয়াত করতে সক্ষম হবেন।

কোর্সের ডিটেইলস

কোর্সের সময়কালঃ ৩-৪ মাস